Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পসমূহ

গুরুত্বপূর্ণ কার্যক্রমসমূহঃ

নাম ও সার সংক্ষেপ

আর্থ সামাজিক উন্নয়ন সেবা (সুদমুক্ত ঋণ)

 

 

 

 

পল্লী সমাজসেবা কার্যক্রম :এ খাতে  লক্ষভূক্ত দরিদ্র ব্যক্তিদের সুদমুক্ত ঋণ প্রদান করা হয়

পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম :এ খাতে  লক্ষভূক্ত দরিদ্র মহিলাদের সুদমুক্ত ঋণ প্রদান করা হয়

এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম :এ খাতে  লক্ষভূক্ত দরিদ্র এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের সুদমুক্ত ঋণ প্রদান করা হয়

সামাজিক নিরাপত্তা সেবা (ভাতা কার্যক্রম)

 

 

 

 

বয়স্ক ভাতা কার্যক্রম : ৬৫০৯ জন ভাতাভোগীকে জনপ্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা দেয়া হয়

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম : ৭৩২ জন ভাতাভোগীকে জনপ্রতি মাসিক ৩৫০ টাকা হারে ভাতা দেয়া হয়

বিধবা ও স্বামী পরিত্যক্তা দু:স্থ মহিলা ভাতা : ২২৩৭ জন ভাতাভোগীকে জনপ্রতি মাসিক  ৩০০ টাকা হারে ভাতা দেয়া হয়

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি : ৮৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জনপ্রতি মাসিক প্রাথমিক স্তরে৩০০/-টাকা, মাধ্যমিক স্তর৪৫০/-টাকা, উচ্চ মাধ্যমিক স্তর৬০০/-টাকা এবং উচ্চতর স্তর১০০০/- টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়।

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা : ৭১৪ জন ভাতাভোগীকে জনপ্রতি মাসিক ৩০০০ টাকা হারে ভাতা দেয়া হয়

দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর ভাতাঃ ৫৩ জন ভাতাভোগীকে জনপ্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা দেয়া হয়
 দলিত, হরিজন ও  ও বেদে শিক্ষার্থীর শিক্ষা উপবৃত্তি ঃ ৫ জন  শিক্ষার্থীদের জনপ্রতি মাসিক প্রাথমিক স্তরে৩০০/-টাকা, মাধ্যমিক স্তর৪৫০/-টাকা, উচ্চ মাধ্যমিক স্তর৬০০/-টাকা এবং উচ্চতর স্তর১০০০/- টাকা হারে উপবৃত্তি প্রদান করা হয়।

প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিস

 

§      সংশ্লিষ্ট আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত প্রবেশনার/ব্যক্তি। আইনের সংস্পর্শে আসা শিশু/কিশোর

§      মুক্তিপ্রাপ্ত কয়েদীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ। মুক্তিপ্রাপ্ত কয়েদী/প্রবেশনারদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসন

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম

 

উপজেলা ভিত্তিক রোগী কল্যাণ সমিতির মাধ্যমে দরিদ্র ও অসহায় রোগীদের ঔষধ, রক্ত, পথ্য, বস্ত্র, চশমা, ক্রাচ, কৃত্রিম অঙ্গ প্রদানসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ ও রোগীদের পুনর্বাসন করা।

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন ও তত্ত্বাবধান

১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্ণিত সেবামূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারি এতিমখানা/ক্লাব নিবন্ধন প্রদান, নিয়ন্ত্রন ও তত্ত্বাবধান করা।

বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান

§      এতিম শিশুদের লালন-পালন, আনুষ্ঠানিক শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, শারীরিক, বুিদ্ধবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন রোগীদ পুনর্বাসন তথা স্বনির্ভরতা অর্জন করা।

সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থাসমূহে অনুদান প্রদানে সহায়তা

 

§      জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন, রোগী কল্যাণ সমিতি

§      অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি ও নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনে অনুদান প্রদান।

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

 

§      লক্ষ্যভূত্ত জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও দক্ষতা উন্নয়নে

§      প্রাক বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান

SSVG প্রকল্প

 

 

 

Support Services for the Vulnerable Group (SSVG) প্রকল্পের আওতায়-

§      ধর্মীয় প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার আর্থিক সহায়তা

§      লিল্লাহ বোর্ডিং ছাত্রদের এককালীন আর্থিক সহায়তা

§      রামকৃষ্ণ মিশন, বৌদ্ধ বিহার, মঠ. টোল ও মিশনারীজ এর ছাত্রদের এককালীন আর্থিক সহায়তা

এবং ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস রোগীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান।